ভয় পেয়ে গিয়েছেন দিদি। দিদি নিজের হার স্বীকার করে নিয়েছেন। তাই তৃণমূলের গুন্ডারা গুন্ডামি শুরু করে দিয়েছে। ভার্চুয়াল সভা থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন জেপি নাড্ডা।
সোমবার মালদার ভার্চুয়াল সভা থেকে তিনি বলেন, এর জবাব দেবে বাংলার মানুষ। বুলেটের জবাব ব্যালটে দেবে মানুষ বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতই ধমকাও, চমকাও বাংলার মানুষ আর ভয় পাচ্ছে না। এবার আসল পরিবর্তন আসবেই।
সপ্তম দফার ভোটের দিন জেপি নাড্ডার ভার্চুয়াল সভায় নিশানায় ছিলেন তৃণমূল নেত্রী। বাংলার মেয়েদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিদি বলেন, আমি বাংলার মেয়ে। কিন্তু এখানেই মেয়েরা সুরক্ষিত নয়। সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ বাংলায়। এখানে একটাও ধর্ষণের মামলার সমাধান হয়নি বলে অভিযোগ আনেন তিনি। বলেন, দিদির অহংকারই বাংলার বিকাশ করতে দিচ্ছে না। ২ রা মে এর জবাব পাবেন তিনি। বাংলায় কাটমানি রাজনীতি চলছে বলে অভিযোগ আনেন তিনি। বলেন, লকডাউন আর আমফানের সময় কেন্দ্র থেকে চাল পাঠানো হয়েছিল। কিন্তু সেই চাল চুরি করেছে তৃণমূল।
কোভিড পরিস্থিতি নিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে মোদীর ডাকা আলোচনা সভায় অংশ নেননি মমতা। বাংলার মানুষকে কোভিড নিয়ে ভয় দেখাচ্ছেন তিনি। অভিযোগ জেপি নাড্ডার।
Comments are closed.