ডিজিটাল মিডিয়া কনক্লেভ করতে চলেছে তৃণমূল, উদ্যোক্তা অভিষেক

সম্প্রতিকালে খোদ মুখ্যমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের বারবারই জোর দিতে বলেছেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিজেপির যে প্রভাব এবং প্রচার তার মোকাবিলার নির্দেশ দিয়েছেন দলকে। ডিজিটাল মিডিয়াই যে ভবিষ্যতে প্রচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা ইতিমধ্যেই বুঝতে পারছে সমস্ত রাজনৈতিক দল। লোকসভা ভোটের আগে এই বিষয়ে জোর দিতে এবার কোমর বেঁধে নামার পরিকল্পনা নিল তৃণমূল। আগামী সেপ্টেম্বরের গোড়ায় ডিজিটাল মিডিয়া কলক্লেভ আয়োজন করতে চলেছে তৃণমূল। যেখানে মূল বক্তা হিসেবে থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই সক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়মিত একাধিক ট্যুইট করেন। এছাড়া, ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ একাধিক নেতাও ট্যুইট করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে। কিন্তু দলের সর্বস্তরে ডিজিটাল মিডিয়ায় গুরুত্ব তুলে ধরার জন্য একেবারে কর্মশালার উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং দলের বিভিন্ন পদাধিকারীদের। ডিজিটাল মিডিয়ায় প্রচারে আরও গুরুত্ব আরোপ করা এবং অভিনবত্ব আনার জন্যই এই কর্মসূচি বলে সূত্রের খবর।

Comments are closed.