বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা। তৃণমূলের পতাকা নিয়ে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতির বাঁ হাতে আঘাত লেগেছে। হামলার জেরে দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়।
বুধবার কোচবিহারে শীতলকুচি থেকে সভা করে ফেরার সময় তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজিও চলে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ঘটনার সময় পুলিশের কোনও ভূমিকা ছিল না। শতাধিক মানুষ চারদিক থেকে ঘিরে ধরে হামলা চালায়। বোমা, ইট নিয়ে হামলা চলে।
দিলীপ ঘোষের আঘাত গুরুতর না হলেও পিছনের গাড়িতে থাকা বিজেপি নেতা-কর্মীদের আঘাত লেগেছে ভালই। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিজেপির অভিযোগ হামলাকারীদের হাতে ছিল তৃণমূলের পতাকা। কিন্তু হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা দাবি, বিজেপির প্রার্থীপদ নিয়ে যে গোলমালের শুরু তারই দ্বিতীয় অঙ্ক চলছে। তাই দলের লোকের হাতে মার খেয়েও তৃণমূলের দিকে দোষ চাপাতে হচ্ছে দিলীপ ঘোষদের। কুণালের দাবি যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছুদিন ধরেই আদি ও তৎকাল বিজেপির মধ্যে লড়াই চলছে।
Comments are closed.