দেখতে যাচ্ছে সত্যি ডিম দিচ্ছে না আলু, খাচ্ছে না কেউ! মা প্রকল্পকে কটাক্ষ দিলীপের
তৃণমূল-বাম সূক্ষ্ম রাজনীতির অভিযোগ দিলীপের
সোমবার দুপুরে নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পের সূচনা করেন। রাজ্য সরকারের উদ্যোগে ৫ টাকায় মিলবে ডাল, ভাত, সবজি আর ডিমের ঝোল। তার ২৪ ঘন্টার মধ্যেই প্রকল্পকে লঙ্গরখানা বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, দশ বছর ধরে কী করলেন যে এখন লঙ্গরখানা খুলতে হচ্ছে? মানুষ কেউ ওখানে খেতে যাচ্ছে না, দেখতে যাচ্ছে যে, সত্যিই ডিম দিচ্ছে, না গোটা আলু দিয়ে দিচ্ছে!
মমতা সোমবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন, বিজেপির আইটি সেল তৃণমূলের নাম নিয়ে যাদবপুরের প্রোফেসারদের ফোন করে গালিগালাজ করছে। বিজেপির আইটি সেলের একটি বিশাল টিম ফেক নিউজ ছড়াচ্ছে বলেও তৃণমূল নেত্রী অভিযোগ করেন। এদিন তারও জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, আমাদের এত দুর্দশা হয়নি যে কাউকে ফোন করে হুমকি দেব। ওঁদের করা পাপ এখন মুখ থেকে বেরোচ্ছে। দিলীপ ঘোষের আক্রমণ, উনি যাদবপুরের জন্য কী করেছেন? যে অধ্যাপকদের উনি জেলে ঢুকিয়েছেন, তাঁদের হয়ে কথা বলতে লজ্জা করে না?
এদিন দিলীপ ঘোষ ফের একবার তৃণমূল বাম সমঝোতার অভিযোগ করেন। বলেন এর মধ্যে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। সিপিএমকে ঠেলে তোলা।
Comments are closed.