বাংলার অবস্থা ইরাক-ইরানের মতো। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে বাংলার অবস্থা কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। তারপর জানিয়েছিলেন কাশ্মীরেও এত হিংসা হয় না। এবার বিজেপির রাজ্য সভাপতি বাংলার সঙ্গে তুলনা করলেন ইরাক-ইরানের। বললেন, রাজ্যের আইন শৃঙ্খলা ইরাক-ইরানের সঙ্গে তুলনীয়।
বুধবার বউবাজারে চায়ে পে চর্চায় যোগ দিয়ে রাজ্য সরকারের দিকে পরপর তোপ দাগেন দিলীপ। বলেন, শুধু কলকাতায় পুর ভোট কেন হবে? গোটা রাজ্যেই চাই পুর ভোট। তাহলেই তৃণমূলের দম বেরিয়ে যাবে। রাজ্যে শান্তিতে ভোট করানোর মতো পরিস্থিতি নেই বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। পাশাপাশি জানিয়ে দেন, রাজ্যে ভোটে হবে এবং তা ঠিক সময়েই হবে। যত ভোট পিছবে, তৃণমূলের তত বিপদ বাড়বে বলেও হুঁশিয়ারি দিলীপের। সেন্ট্রাল ফোর্সের নিরাপদ আশ্রয়ে মানুষ দলে দলে বিজেপিকে ভোটে দেবেন, দাবি তাঁর। তৃণমূল অবশ্য দিলীপের কথায় গুরুত্ব দিতে নারাজ।
Comments are closed.