দুই বেসুরো সাংসদ বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে জেপি নাড্ডার কাছে নালিশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করে দিলীপ ঘোষ জানান, এই দুই সাংসদের বক্তব্য দলের চরম ক্ষতি করছে।
সূত্রের খবর, দিলীপ ঘোষ জানিয়েছেন, যে কথা বাইরে বলা উচিত নয়, তা বলছেন বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁ। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি আসানসোলের বিজেপি সাংসদ ও বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে শোকজ করা হবে কিনা, তাও প্ৰশ্ন তোলেন। দলের শৃঙ্খলারক্ষা কমিটির সঙ্গে পরামর্শ করে এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বৈঠক।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটারে তৃণমূলকে ফলো করেছে। কা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। রাজ্য বিজেপি সভাপতি বলেন, কে কাকে ফলো করছে জানি না৷ আমি বিজেপিকে ফলো করি৷
কয়েকদিন আগে সৌমিত্র খাঁ ফেসবুকে একবার নিজের পদ থেকে অপসারণ চেয়েছিলেন। এরপর ফের তিনি সুর বদলে দলেই থাকবেন বলে জানিয়েছিলেন। সৌমিত্র খাঁয়ের খামখেয়ালিপনায় দিলীপ ঘোষ অসন্তুষ্ট তা প্রমাণিত।
একুশের বিধানসভা ভোটে বিজেপির পরাজয় নিয়ে দিলীপ ঘোষ জানান, আমি এখনও রাজ্য বিজেপি সভাপতি৷ দল যতদিন চাইবে আমি এই পদেই থাকব৷
সোমবারের নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়েও আলোচনা হয়।
Comments are closed.