তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা। দিলীপ ঘোষের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজেকে মহিলা মনে করেননা। তৃণমূলে একজনই পুরুষ মানুষ আর বাকিরা মহিলা। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের এই মন্তব্য নারী বিদ্বেষীর পরিচয়।
শ্রাবন্তী চ্যাটার্জি বিজেপি ছাড়ার পর যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ বলেছিলেন, বিজেপি মহিলাদের সম্মান করেনা। সেইকারণেই বিজেপিতে থাকতে চাননা কোনও মহিলা। এদিন দিলীপ ঘোষকে সায়নী ঘোষের এই মন্তব্য সম্পর্কে জিজ্ঞেসা করা হলে তিনি সায়নীকে কটাক্ষ করে বলেন, উনি কী নিজেকে পুরুষ মানুষ মনে করেন। এরপরেই তিনি বলেন, বিজেপি দেশে অনেক মহিলাকে রাজ্যপাল করেছে। প্রথম বিদেশমন্ত্রী ও মহিলা প্রতিরক্ষামন্ত্রী বিজেপির আমলেই হয়েছে। বিজেপির প্রাক্তন সভাপতির দাবি, তৃণমূল নেত্রী নিজেকে পুরুষ মানুষ মনে করেন। তৃণমূলে ওই একজনই পুরুষ মানুষ।
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপ বাবু নারী বিদ্বেষীর প্রমাণ দিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির শক্তির প্রমাণ উনি কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন।
Comments are closed.