‘কন্যাশ্রী’ প্রকল্পের বানান ‘কন্নাশ্রী’, দিলীপ ঘোষের হাতে থাকা প্ল্যাকার্ড নিয়ে বিতর্ক

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের বানান হয়ে গেল কন্নাশ্রী। সংসদে বিক্ষোভ দেখানের সময় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতেই দেখা গেল ভুল বানানের প্ল্যাকার্ড। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে দিলীপ ঘোষের দাবি, বানান জানি, ওসব শিখে এসেছি। বানান আমাদের শিখতে হবে না। যারা বলছে তারা গুলতাপ্পি দিয়ে সরকার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের নাম পাল্টে দিচ্ছে।

হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে বুধবার দিলীপ ঘোষ সহ বিজেপির কয়েকজন সাংসদ সংসদে গান্ধী মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।

সেখানে দিলীপ ঘোষের হাতে যে প্ল্যাকার্ড ছিল, সেখানে লেখা ছিল, কন্যাশ্রী চাই না, নারী সম্মান চাই। কিন্তু সেখানে কন্যাশ্রী বানান ছিল কন্নাশ্রী। শুধু তাই নয় চাই বানানে ই কারের মাত্রাও উল্টে গিয়েছে। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আগে বানান শিখুক। তার পর প্রতিবাদ করবে ওঁরা।

Comments are closed.