১২ ফেব্রুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোলে পুরভোট। শনিবার বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডের প্রচারে বাধা পেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার সকালে বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কোভিড বিধি ভেঙে প্রচার করার অভিযোগে তাঁকে বাধা দেয় পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অবশেষে আর প্রচার না করেই বেরিয়ে আসেন বিজেপি নেতা।
বিধাননগর পুলিশ জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৫ জনের বেশি কর্মী বা সমর্থক নিয়ে প্রচার করা যাবে না। কিন্তু সেই বিধি মানেননি দিলীপ ঘোষ। তাই তাঁকে আটকানো হয়েছে।
এর আগেও করোনা বিধি ভঙ্গ করে প্রচার করার অভিযোগ উঠেছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে। আসানসোল, চন্দননগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের নির্দেশকে না মেনে প্রচার চালানোর অভিযোগ উঠেছিল।
Comments are closed.