নন্দীগ্রামের পাশাপাশি আরও ৪ কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ এনে হাই কোর্টে গেছে তৃণমূল। এবার ৫০ টি বিধানসভা কেন্দ্রে পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দাবি ওই আসনগুলিতে হারের ব্যবধান যৎসামান্য।
নন্দীগ্রামে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা ব্যানার্জি। বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আলোরানি সরকার, হুগলির গোঘাটের মানস মজুমদার ও পূর্ব মেদিনীপুরের ময়নার সংগ্রাম কুমার দলুই ভোটের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
এবার তাঁদের পাল্টা বিজেপিও হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। শনিবার বহরমপুরে চা চক্রে এমনই জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবারই এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন, ৫০ টি কেন্দ্রে হারের ব্যবধান খুব কম। সেইসব কেন্দ্রে ফের গণনার দাবিতে আদালতে যাওয়া হবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দল বলে জানান তিনি।
এরপর শনিবারই বিজেপির রাজ্য সভাপতির মুখে শোনা গেল এক সুর। তিনি জানিয়ে দিলেন, আমরাও ইলেকশন পিটিশন করতে চাই। বিষয়টি দেখছেন আইনি টিম।
Comments are closed.