দিলীপ: বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি…
যেন হিটলারের প্রেতাত্মা কথা বলছেন পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সবে শুরু হয়েছে। এটা সারা বাংলায় হবে। সাবধান! হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেন হিটলারের প্রেতাত্মা কথা বলছেন পাল্টা কটাক্ষ সৌগত রায়ের।
শীতলকুচিকে কী ভাবে দেখছে বিজেপি? কলকাতার উপকণ্ঠে বরানগর কেন্দ্রে দাঁড়িয়ে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। পার্নো মিত্রর হয়ে প্রচারে গিয়ে বললেন, শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না। কেউ আইন হাতে নিলে এরকম সারা বাংলায় হবে। ১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী বন্দুক নিয়ে ঘুরতে আসেনি। দরকার মতো চালাচ্ছেনও। কেউ লাল চোখ দেখাতে পারবে না।
এদিকে দিলীপের এই মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ ও তাঁর পার্টিকে ফাসিস্ট আখ্যা দেন।
Comments are closed.