সাংসদ সৌগত রায়ের সঙ্গে সোমবারই গোয়ার উদ্দ্যেশে রওনা দিয়েছেন বাবুল সুপ্রিয়। দলীয় সূত্রে খবর, সৈকত শহরে সংগঠন মজবুতের জন্য বাবুলকে দায়িত্ব দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এবার এ নিয়েই আসানসোলের প্রাক্তন সাংসদকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপ ঘোষ বলেন, গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়।
বিজেপির টিকিটে আসানসোল থেকে জীবনে প্রথম ভোট যুদ্ধেই জয়ী হন বাবুল। ২০১৯ লোকসভা ভোটেও আসানসোল নিজের দখলে রেখেছিলেন তিনি। কার্যত বাংলা বিজেপির অন্যতম মুখ ছিলেন বাবুল। তবে একুশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে টালিগঞ্জে শোচনীয়ভাবে হারেন তিনি। আর এই ঘটনাকেই ফের একবার মনে করিয়ে বাবুলকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।
উল্লেখ্য, সোমবার গোয়ার উদ্দেশ্যে রওনা দেন বাবুল সুপ্রিয়, সৌগত রায়। এদিন আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে গোয়ার পানাজিতে ইলেকশন ক্যাম্প লঞ্চ করবে তৃণমূল। সেই অনুষ্ঠানে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়, সৌগত রায়। গোয়া যাওয়ার আগে বিমান বিন্দরে সাংবাদিকদের বাবুল জানান, তিনি কাজ করতে চেয়েছিলেন, দলনেত্রী তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন। ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগেই বাবুল সুপ্রিয়, সৌগত রায় গোয়া গেলেন।
Comments are closed.