প্রাথমিক চিকিৎসাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। আর সে কারণেই চিকিৎসকের সংখ্যা যাতে বাড়ানো যায়, তাই ইঞ্জিনিয়ারিং-এর মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নের রিভিউ মিটিং থেকে তিনি এই প্রস্তাব দেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণের নামে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে। স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া বা ঔষুধ দেওয়ার মতো প্রাথমিক কাজগুলো শেখার জন্য বেশি দিন প্রশিক্ষণের প্রয়োজন নেই। এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ারের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স শুরু করে যেতে পারে। এতে করে পাঁচ বছরের জায়গায় ৩ বছরেই ডিপ্লোমা কোর্স শেষ, আরও বেশি সংখ্যক চিকিৎসক পাওয়া যাতে। তাঁদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়োগ করা যেতে পারে। তাতে করে সাধারণ মানুষ আরও বেশি করে পরিষেবা পাবেন। এতে সকলেই উপকৃত হবেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের স্বাস্থ্যসচিবকে এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করতে বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের পুলিশবাহিনীতে আরও বেশি সংখ্যক নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ দেন তিনি।
Comments are closed.