গত শুক্রবার ছিল রথযাত্রা। আগামী শনিবার উলটোরথ। এরমধ্যেই রথে ফাটল দেখা গেল। বলরাম এবং সুভদ্রার রথের চাকায় ফাটল দেখা দিয়েছে। আর এরপরেই অশুভ ইঙ্গিত পাচ্ছেন পুণ্যার্থীরা। মঙ্গলবার রথযাত্রা উৎসবে ‘দক্ষিণা মোদা’ রীতি পালন করা হয় জগন্নাথধামে। এর আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথ পরীক্ষা করছিলেন মন্দিরের সেবায়েতরা। সেইসময় সেবায়েতদের নজরে পড়ে রথের চাকায় চিড় ধরেছে।
বলরামে রথ ‘তালধ্বজ’ এবং দেবী সুভদ্রার রথ ‘দর্পদলনা’ রথদুটির চাকায় ফাটল দেখা দিয়েছে। বলরামের ‘তালধ্বজ’ রথের ‘পিডিনাহাকা’ চাকা এবং সুভদ্রার ‘দর্পদলনা’ রথের ‘বদাউচুলা’ চাকায় ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে ফাটল মেরামতির জন্য রথের চাকা দুটিতে লোহার পাত বসিয়ে মেয়ামতি কয়া হবে। ওড়িশা সরকারের জনস্বাস্থ্য বিভাগের তরফে এই মেরামতির কাজ করা হবে। উলটোরথের আগে এই মেরামতির কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে। রথযাত্রার আগেও জগন্নাথ দেবের রথ ‘নান্দীঘোষ’ এর রথের চাকাতেও দোষ দেখা দিয়েছিল।যদিও সেই চাকা বদল করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। ইঞ্জিনিয়াররা আয়রন ক্ল্যাম্প লাগিয়ে দেন। এরপর উলটোরথের আগেও বলরাম ও সুভদ্রার রথের চাকায় ফাটল দেখা দিল।
Comments are closed.