কালীপুজো মিটলেই বাঙালির আরও এক প্রিয় উৎসব। জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই বাঙালির কাছে কৃষ্ণনগর এবং চন্দননগর। সাবেকিয়ানায় মোড়া এই শহর দুটিতে বহু প্রাচীন কাল থেকে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন পুজো দেখতে।
এবারে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা এবং ভাসান নির্বিঘ্নে সারতে প্রথমবার ‘গ্রিন করিডোর’ লাগু করতে চলেছে পুলিশ-প্রশাসন। জেলা পুলিশ সূত্রে খবর, বিশেষ কয়েকটি বারোয়ারি পুজোর জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রিন করিডরের মাধ্যমে ওই ক্লাবগুলোর প্রতিমা নিরঞ্জন করা হবে। মূলত ত্রিস্তরীয় পুলিশি নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তায় অধিক পুলিশ মোতায়েন করা হবে ভাসানের শোভাযাত্রা চলা কালীন। জানা গিয়েছে, পুজো কমিটিগুলোর সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা সারা হয়েছে।
ডিএসপি অমিতাভ কোনার জানিয়েছেন, এ নিয়ে বারোয়ারি পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। মূলত সময়ের মধ্যে ভাসান শেষ করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
Comments are closed.