জানেন করোনা সংক্রমিতরা কীভাবে ভর্তি হবেন সরকারি হাসপাতালে?

রাজ্যে ক্রমশই উর্দ্ধমুখী করোনা। অভিযোগ হাসপাতালে ভর্তি হতে পারছেন না কোভিড রোগীরা। এই অবস্থায় সরকারী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনলাইন পরিষেবা চালু করছে রাজ্য। এর ফলে কোথায় কত বেড খালি আছে, সেই সম্পর্কিত তথ্য অনলাইনে সরাসরি জানতে পারা যাবে। রাজ্যে করোনা সংক্রমিত রোগীদের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

দেখে নিন করোনা সংক্রমিতরা কীভাবে ভর্তি হবেন সরকারি হাসপাতালে।

প্রথমে 1800-313-444-222 (টোল ফ্রি) ফোন করুন।

হাসপাতালে ভর্তি হতে চাইলে ২ ডায়াল করুন।

তৃতীয় ধাপে অপারেটর আপনার লোকেশন জানতে চাইবেন। সেই অনুযায়ী নিকটবর্তী কোন হাসপাতালে কত বেড আছে তা জানাবেন অপারেটর।

চতুর্থ ধাপে আপনাকে জিজ্ঞেস করে একটি ফর্ম পূরণ করবেন এবং আপনাকে একটি রেজিস্ট্রেশন কোড দেবেন। এই রেজিস্ট্রেশন কোডটি যত্ন করে রাখুন।

কিছুক্ষণের মধ্যেই অপারেটর আপনাকে আবার ফোন করবেন। জানাবেন কোন হাসপাতালে আপনার জন্য বেড সংরক্ষিত হয়েছে। একইসঙ্গে অ্যাম্বুলেন্স এসে পৌছবে আপনার বাড়ির সামনে। আপনাকে নিয়ে যাওয়া হবে নিকটবর্তী সরকারি হাসপাতালে।
যদি কিছুক্ষণ অপেক্ষা করার পরও সরকারি টোল ফ্রি নম্বর থেকে ফোন না আসে তাহলে আবার ফোন করুন। রেজিস্ট্রেশন কোড দিয়ে কথা বলুন।

সবসময় সঙ্গে রাখুন কোভিড টেস্টের পজিটিভ রিপোর্ট আর আধার কার্ড। যদি এমারজেন্সি থাকে তাহলে টেলিফোন অপারেটরকে জরুরি অবস্থার কথা জানান। অপারেটর আপনাকে এমারজেন্সি ফর্ম পূরণ করাবেন। সেই সময় আপনার অক্সিজেন লেভেল জানতে চাইবেন অপারেটর। লোকেশন ভেরিফাই করে আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছবে।

এছাড়া টোল ফ্রি নম্বরে ফোন করে ১ ডায়াল করলে পাবেন করোনা সংক্রান্ত তথ্য। ২ ডায়াল করলে হাসপাতালে ভর্তি। ৩ ডায়াল করলে টেলি মেডিসিন। ৪ ডায়াল করলে অ্যাম্বুলেন্স এবং ৫ ডায়াল করলে টেলি কাউন্সেলারের কাছে সরাসরি ফোন যাবে।

Comments are closed.