নবান্নের সবুজ সংকেত! শুক্রবার থেকে সারা বাংলায় চালু দুয়ারে রেশন
আগামী শুক্রবার থেকেই চালু হবে দুয়ারে রেশন প্রকল্প
ভোট প্রচারের প্রতিটি জনসভায় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি বলেছিলেন দুয়ারে রেশন প্রকল্পের কথা।
তৃতীয়বার ক্ষমতায় এসেই দুয়ারে রেশন চালু করতে চলেছে মমতা সরকার। আগামী শুক্রবার থেকেই চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। জানা গেছে, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন। আর পুরোটাই করা হবে কোভিড বিধি মেনে।
প্রতিটি জেলায় একটি রেশন দোকান থেকে এই পরিষেবা চালু হবে। মঙ্গলবার রাজ্যের খাদ্য দফতরের সচিবের সঙ্গে ফুড কমিশনারের একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়েছে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে দুয়ারে রেশন কর্মসূচি। সূত্রের খবর, এই প্রকল্পে কুইন্টাল প্রতি ২০০ টাকা দিতে হবে রেশন ডিলারদের। রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে সরবরাহ করবেন ডিলাররা।
অতিমারী ঠেকাতে দুয়ারে রেশন কর্মসূচি অনেকটাই সুবিধা করবে বলে মনে করছে রাজ্য সরকার। তবে পাহাড়ি এলাকায় এখনই শুরু হচ্ছে না এই প্রকল্প।
অতিমারির মধ্যে এমন প্রকল্প শুরু হলে সাধারণ মানুষের সুবিধে হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। নয়া প্রকল্পে চুরির সুযোগ আরও কমবে বলেও খাদ্য ভবনের কর্তারা মনে করছেন।
Comments are closed.