রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া মিলছে সারা বাংলায়। মাত্র দু’ সপ্তাহেই ১ কোটির বেশি মানুষ ভিড় করেছেন সরকারি ক্যাম্পগুলিতে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ ১১ টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে প্রতিদিনই ভিড় উপচে পড়ছে সরকারি ক্যাম্পগুলিতে।
১৮ ডিসেম্বর রাত ৮ টায় রাজ্য সরকারের ওয়েবসাইট ‘এগিয়ে বাংলা’য় প্রকাশিত তথ্য অনুযায়ী,
দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা নিতে রাজ্যের ৭০০ সরকারি ক্যাম্পে মোট ১ কোটি ৩ লক্ষ ২৩ হাজার ১৮৩ জন মানুষ ভিড় করেছেন। গোটা রাজ্যে এই শিবিরগুলিতে শুধু ১৮ ডিসেম্বরই ৮ লক্ষ ৯২ হাজার ৯২৩ জন মানুষ গিয়েছেন।
১ থেকে ১১ ডিসেম্বর প্রথম পর্যায় এবং ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত জেলা ধরে ধরে কত মানুষ পরিষেবা পেয়েছেন সেই তালিকাও তুলে ধরা হয়েছে সরকারি ওয়েবসাইটে। তাতে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভিড় করেছেন। ১৮ ডিসেম্বর পর্যন্ত ওই জেলার ১০ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জন মানুষ হাজির হয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা নিতে, জানিয়েছেন তাঁদের অভিযোগের কথা। এরপর সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে মুর্শিদাবাদে (১০ লক্ষ ৪০ হাজার ১৫৪ জন), উত্তর ২৪ পরগনা জেলায় (৮ লক্ষ ৭৬ হাজার ৮৮ জন)।
এই কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপে রাজ্যজুড়ে মানুষের এই বিপুল সাড়া মেলায় অভিভূত মমতা সরকার।
গত মাসে মুখ্যমন্ত্রী বাঁকুড়ার খাতড়ার প্রশাসনিক সভা থেকে দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেন। বিধানসভা ভোটের আগে সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগে রাজ্যের মন্ত্রীরা অংশ নিচ্ছেন। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে স্বাস্থ্যসাথী কার্ড বণ্টন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটের কোর কমিটির বৈঠকেও ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা উল্লেখ করেন মমতা। তিনি বলেন, ১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য কোনও রাজ্যে হয়নি। মানুষ আমাদের সঙ্গেই আছেন। ভোটের আগে দলত্যাগীদের নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।
শুধু গ্রামগঞ্জে নয়, শহরের মানুষও পাচ্ছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের সুবিধা। পুর এলাকায় বাড়ির নকশা অনুমোদন, পানীয় জলের সমস্যা মেটানো, মিউটেশন, কর সংক্রান্ত সমস্যা, জঞ্জাল সমস্যা ইত্যাদি সুরাহা মিলবে এই সরকারি শিবির থেকেই।
Comments are closed.