কনকনে ঠাণ্ডায় দিল্লির স্কুলগুলিতে ছুটি বাড়লো ১৫ জানুয়ারি পর্যন্ত

ঠাণ্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত। রবিবার দিল্লির তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। জারি হয়েছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে সব বেসরকারি স্কুলগুলিকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলার জন্য ৮ তারিখ পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ওই রাজ্যের সরকার। কিন্তু সোমবার তাপমাত্রার পারদ বাড়েনি একটুও, তাই ফের ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। কড়া ঠান্ডায় হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ায় বয়স্কদের সঙ্গে সঙ্গে যুবকদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে৷

শুধুমাত্র দিল্লি নয়, শৈত্যপ্রবাহ গ্রাস করেছে উত্তর ভারতের একাধিক রাজ্যকে। আগামী ২ থেকে ৩ দিন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গে তাপমাত্রার পতন হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ২ থেকে ৩ দিন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান ও উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকতে পারে। এইসব রাজ্যগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ বিহারে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন৷ অন্যদিকে বিহারেও কড়া ঠাণ্ডা পড়েছে। বিহারের রাজধানী পাটনায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি। শীতের ইনিংস চলবে ১১ জানুয়ারি পর্যন্ত ৷

Comments are closed.