Corona Update: সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ৩০ মার্চ রিভিউ মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত

করোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে সোমবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এমএসকে, এসএসকে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নবান্ন সূত্রে খবর, আগামী ৩০ মার্চ রিভিউ মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। যদিও এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার বা মৃত্যুর খবর নেই। কয়েকজনকে পর্বেক্ষণে রাখা হয়েছে। তবে নবান্ন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং কেন্দ্রের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বড় জনসমাগম এড়ানো যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুল বন্ধ হলেও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন বোর্ডের যে পরীক্ষা হচ্ছে তা নির্ধারিত সূচি মেনেই হবে। তবে স্থগিত করতে বলা হয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুলের ইন্টারনাল পরীক্ষা।

Comments are closed.