ফের ধাক্কার মুখে শীত। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। যার ফলে দক্ষিণবঙ্গে ভোরের দিকে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলা কার্যত তা উধাও থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। যার জেরে একটি নিম্নচাপের সম্ভবনা রয়েছে। এর ফলে দক্ষিণভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভবনা না থাকলেও, কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায়, জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। যার ফলে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এর ফলেও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে স্বাভাবিক ভাবেই অনেকের প্রশ্ন, রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে খবর, নিম্নচাপের প্রভাব কমলে ফের শীতের আমেজ ফিরে আসবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছু দিন বাকি রয়েছে বলেই হাওয়া অফিস জানিয়েছে। জানা যাচ্ছে, জাঁকিয়ে শীতের জন্য রাজ্যবাসীকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে উত্তুরে হওয়ার দাপট কমে যাওয়ায় আগামী কয়েকদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
Comments are closed.