শীত যেন এসেও আসছে না। শীতের আমেজ শুরু হলেও ফের পথের কাঁটা নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। আকাশ মেঘলার জেরে তাপমাত্রার পতন কিছুটা থমকাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। যদিও বাতাসে শিরশিরানি ভাব থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুষ্ক হাওয়া বইবে যার জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্জা ঢুকবে, যার জেরে ফের তাপমাত্রার পতন শুরু হবে।
মাঝে তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছিল। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে নেমে এসেছে। রীতিমতো শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের ভ্রুকুটি কেটে গেলেই তাপমাত্রা হুহু করে কমবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.