ফের আবহাওয়ার ভোলবদল নিয়ে বড়সড় ইঙ্গিত দিল হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ফলে শীতের আমেজ কার্যত থমকে যাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগর এলাকাতেই সোমবার ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দুই দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। জার জেরে আগামী দু’দিন শীতের আমেজে ভাটা পড়বে। কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বর্তমানে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আংশিক মেঘলা আকাশের জেরে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পশ্চিমের জেলাগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হবে। কার্যত শীতের আমেজ বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে।
Comments are closed.