বৃহস্পতিবার রয়েছে বখরি ঈদ। ওই দিন সরকারি অফিসে ছুটি থাকায়, কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, এদিন ২৮৮টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলবে। যদিও শুধু মাত্র ব্লু লাইনেই মেট্রো সংখ্যা কমানো হয়েছে।
মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার আপ এবং ডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪ মেট্রো চলবে। তবে কম মেট্রো চললেও কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে দিনের শুরু এবং শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে।
প্রতিদিনের মতো দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রোটি ছাড়বে ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোটি ছাড়বে ৬টা বেজে ৫০ মিনিটে।
আবার রাত ৯টা ২৮-এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোটি ছাড়বে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রোর সময় ৯টা ৪০-এ। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত সাড়ে ৯টা। তবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়সূচীতে কোনও বদল হচ্ছে না।
Comments are closed.