সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে; একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস 

সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে হওয়া। গত দু’দিনের ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমেছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল হওয়া অফিস। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিরও সম্ভবনা রয়েছে, সঙ্গে ঝড়-বিদ্যুৎ। 

হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দীঘা সমুদ্র তীর থেকে ২৫০ কিমি পূর্বে দক্ষিণ-পূর্ব অবস্থান করছে নিম্নচাপটি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করবে। যার জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। 

গত কয়দিন বৃষ্টি হলেও মাঝের দিন দুয়েক ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যার ফলে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাসে বেশ কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। 

Comments are closed.