সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি! ভিজতে পারে ৬টি জেলা 

নভেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের আমেজ কিছুটা কমেছে। এই আবহে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলা। এবং বৃষ্টি শেষে ফের একবার তাপমাত্রার রেকর্ড পতন হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। যার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমানও বাড়বে। যার জেরে উপকূলের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। 

আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। সকালে কিছুটা শীতের আমেজ থাকলেও বেলার দিকে এবং রাতের দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। যদিও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কয়েক দিন পর ফের তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। 

Comments are closed.