নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপ অবস্থান করছে সোমবার তার বিশেষ পরিবর্তন হয়নি। এর জেরে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। নিম্নচাপের এগনোর এই প্রক্রিয়া আগামী তিন-চারদিন চলবে। তবে নিম্নচাপটি যত শক্তিশালী হবে বলে প্রথমে মনে করা হচ্ছিল, তত নাও হতে পারে। নিম্নচাপের প্রভাবে সোমবার বাংলাদেশে বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি রেকর্ড হয়েছে সল্টলেকে

Comments are closed.