ভোট পরবর্তী হিংসার জের, রাজ্যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল
২ মে ফলের পরেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে
ভোট পরবর্তী অশান্তির জেরে বৃহস্পতিবারই রাজ্যে আসছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল।
২ মে ফলের পরেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। রাজনৈতিক হানাহানিতে ইতিমধ্যেই ১২ জনের প্রাণ গিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে পরপর দুটি চিঠি পাঠায়। হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে জানতে চায় অমিত শাহের মন্ত্রক।
বুধবারই দ্বিতীয় চিঠি পাঠানোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়, বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তারা একটি প্রতিনিধি দল পাঠাবে। এই দলে মোট ৪ সদস্য থাকছেন। নেতৃত্বে অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদার একজন অফিসার। তাঁরা রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করবেন, পাশাপাশি রিপোর্ট তৈরি করবেন বলে জানা গেছে।
২ মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। তৃণমূল, বিজেপি, মোর্চা, সব পক্ষই আক্রান্ত হওয়ার অভিযোগ তোলে।
সমর্থকদের উপর হামলার প্রতিবাদে বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে। এদিকে শপথ গ্রহণের পরই মমতা ব্যানার্জি ঘোষণা করেন প্রশাসন কোনও হিংসা বরদাস্ত করবে না। পুলিশ প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি সামলানোর নির্দেশ যায় নবান্ন থেকে।
কিন্তু এরমধ্যেই আলাদা দল পাঠানোর সিদ্ধান্ত নিল অমিত শাহের মন্ত্রক। তৃণমূল নেতৃত্বের দাবি, শাহের মন্ত্রকের এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।
Comments are closed.