সকাল থেকে চরম হয়রানির শিকার শিয়ালদহ-বনগাঁ শাখার রেলযাত্রীরা। দমদমে সিগন্যালিং সমস্যা হয় বৃহস্পতিবার। এরফলে প্রায় ১ ঘন্টা দেরিতে চলে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক ট্রেন।
রেলের তরফ থেকে বলা হয়, এদিন সকালে দমদমের কাছে ডাউন লাইনে সিগন্যালের সমস্যা হয়। এর জেরে সিগন্যালিং সমস্যা হয়। সকালের দিকে বনগাঁ থেকে শিয়ালদহগামী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। পরে রেল কর্মীরা এসে সিগন্যালিং সমস্যা মেটালে সমস্যার সমাধান হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী বেলা বাড়তেই সমস্যার সমাধান হয়।
জানা গিয়েছে সমস্যার মুখোমুখি হতে হয় ডানকুনি ও অন্য শাখার রেলযাত্রীদেরও। দমদমে ঢোকার আগে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে অফিস পৌঁছাতে দেরি হয়ে যায় যাত্রীদের। এর আগে জুন মাসেও গোবরডাঙা স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। মাঝপথে ট্রেন থমকে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। রেলযাত্রীদের কথায়, মাঝে মধ্যেই সিগন্যালিং সমস্যার জেরে গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।
Comments are closed.