মেরামতি কাজ চলবে। যার জেরে শুক্রবার থেকে পরপর চারদিন অর্থাৎ সোমবার পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। রবিবার ছুটির দিন হলেও, শুক্র, শনি এবং সোমবার অফিস খোলা থাকায় চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হবে নিত্যযাত্রীদের।
রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দত্তপুকুরে মেরামতির কাজ চলবে। যে কারণেই একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। শুক্রবার মোট দুটি লোকাল ট্রেন বাতিল থাকছে। সেখানে শনিবার ১০টি লোকাল ট্রেন, রবিবার ১০টি এবং সোমবারও ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শুক্রবার ৩৩৮৬৪ আপ শিয়ালদহ বনগাঁ লোকাল এবং ৩৩৮৫৮ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে। শনিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হল, আপ শিয়ালদহ রানাঘাট লোকাল(৩১৬২৯), ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল (৩১৬৩৬)। আপ শিয়ালদাহ-বনগাঁ লোকাল (৩৩৮১১,৩৩৮১৩,৩৩৮৬৩) । ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১২,৩৩৮৫৩,৩৩৮১৮), ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১২,৩৩৮৫৩,৩৩৮১৮) । এছাড়াও আপ সশিয়ালদহ হাবরা লোকাল এবং ডাউন শিয়াদহ-হাবরা লোকাল।
রবিবার একাধিক ট্রেন বাতিল থাকছে। বাতিল ট্রেনগুলো হল, শিয়ালদহ-বনগাঁ লোকাল আপ(৩৩৮১১,৩৩৮১৩,৩৩৮১৫,৩৩৮৩৬)। ডাউন শিয়ালদহ বনগাঁ লোকালের মধ্যে বাতিল থাকছে (৩৩৮১২,৩৩৮১৮,৩৩৮২২,৩৩৮৫৮ ) । এছাড়াও ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল, ৩৩৬৫২ ডাউন হাবরা শিয়ালদহ লোকাল। এছাড়াও সোমবারও প্রায় ৮টি লোকাল বাতিল থাকছে। ট্রেনগুলো হল, আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১১,৩৩৮১৫,৩৩৮১৩), ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১২,৩৩৮২২,৩৩১৮) এবং আপ ও ডাউনে একটি করে শিয়ালদহ হাবরা লোকাল সোমবার বাতিল থাকছে।
Comments are closed.