সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ শুরু হচ্ছে। আগামী ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হবে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, সংস্কারের কাজের কারণে সেতুর ওপরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিনের বেলা শুধু মাত্র কলকাতা থেকে হাওড়ামুখী লেনটি খোলা থাকবে। যদিও পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রাতেও ১১ টার পর সেতুর ওপরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে তীব্র যানজটের আশঙ্কা থাকছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকল্প রাস্তা হিসেবে, রাত দশটার পর কলকাতা থেকে হাওড়ার দিকে আব্দুল রোড হয়ে গাড়ি যাবে। আর উল্টোদিকের জন্য নিবেদিত সেতু ব্যবহার করা হবে।
সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় এটি সংস্কারের সিদ্ধান্ত নেয় রাজ্য। শুক্রবারই সেতু মেরামতির ছাড়পত্র দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু মেরামতির কাজ হবে।
পূর্ত দফতর সূত্রে খবর, মূলত সেতুর ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে । সেতুর একটি করে লেন বন্ধ রেখে ২০ টি করে মোট ৪০টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে বলে জানা গিয়েছে। যার জন্য খরচ হবে প্রায় ৯০ লক্ষ টাকা।
Comments are closed.