ঝড়ের কারণে এলাকা বিদ্যুৎহীন! ‘এক ডাক অভিষেক’ হেল্পলাইনে ফোন করতেই এল আলো

কালবৈশাখীর দাপটে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। এরফলে বিপাকে পড়েন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। অবশেষে ‘এক ডাকে অভিষেক’ এ ফোন করেন এলাকার মানুষ। আর তাতেই মেলে সুরাহা। সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে রাতারাতি প্রায় ২৫০ জন বিদ্যুৎকর্মী পরিষেবা স্বাভাবিক করতে নেমে পড়েন। এই খবর নিজেই টুইটারে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দুটি টুইট করেন অভিষেক ব্যানার্জি।  তিনি জানান, ঝড়ের কারণে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা ভেবে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরেকটি টুইটে তিনি লেখেন, প্রায় ২৫০ জন বিদ্যুৎকর্মী পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এটা ভেবে খুব ভালো লাগছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তাঁদের সমস্যার সমাধান করতে পারছি।

 

 

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা ছাড়াও উত্তরবঙ্গের আরও কছু জেলায় বুধবার রাত থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। দার্জিলিং জেলায় শিলাবৃষ্টিও হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু এলাকা।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে চালু হয় ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি। এর মাধ্যমে সারা বাংলার মানুষ একটি হেল্প লাইন নম্বরের মাধ্যমে সরাসরি অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের সমস্যার কথা জানাতে পারেন।  এই বছরের ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার একজন মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পেতে সমস্যা হয়েছিল। সেইসময় ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বরে ফোন করে সুবিধা পাওয়া গিয়েছিল।

Comments are closed.