মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার।
দুর্গাপুরে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বেহাল পরিষেবার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ওই এলাকার মানুষদের আশ্বাস দিয়েছিলেন, নির্বাচনের পর মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা করে দেওয়া হবে। সেইমত দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদারকে তিনি বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন।
মহকুমা হাসপাতালে প্রথমে দুটি ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়া হয়। এরপর দেওয়া হয় দুটি ডায়ালিসিস যন্ত্র। নতুন একটি ইউএসজি মেশিনও দেওয়া হয়। চারজন নতুন চিকিৎসকও হাসপাতালে এসেছেন।
প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পুরো কাজটি সম্পন্ন হয়েছে। মোট সাতটি ডায়ালিসিস ইউনিট হবে এখানে।
২০১১ সালে দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর তৎকালীন বিধায়ক, প্রয়াত নিখিল ব্যানার্জি বিধায়ক তহবিলের টাকা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট তৈরি করেন। কিন্তু সেই মেশিনগুলি খারাপ হয়ে যাওয়ার কারণে এতদিন এমনি পড়েছিল। মমতা ব্যানার্জির উদ্যোগে আবার তা চালু হল।
Comments are closed.