মহালয়ার পর থেকেই পুজোর উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এইবার তিনি ২১ পল্লীতে গিয়ে এঁকেছিলেন একটি দুর্গার ছবি। মুখ্যমন্ত্রী আঁকা সেই ছবি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। ২১ পল্লী পুজো কমিটি ছবিটি সরিয়ে রেখেছে অন্য জায়গায়।
৭ অক্টোবর মহালয়া ছিল। আর মহালয়ার পরের দিন ৮ অক্টোবর শুক্রবার বালিগঞ্জের ২১ পল্লীর পুজোর উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুজো উদ্বোধনের পর পাশে রাখা স্লেটে চক দিয়ে মা দুর্গার প্রতিমূর্তি এঁকেছিলেন মমতা ব্যানার্জি। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ ওই মণ্ডপের মধ্যে ভিড় জমিয়েছিলেন মমতার হাতে আঁকা ছবি দেখতে। পুজোর কয়েকদিন মণ্ডপের মধ্যেই রাখা ছিল ওই ছবি। পুজো শেষ হতেই ছবি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী পুজো কমিটি।
এই বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আকাঁ মা দুর্গা কলকাতা পুলিশের আমন্ত্রণ পত্রে জায়গা করে নিয়েছিল। পুজোয় পুলিশের তরফে কার্ড, প্রচারপত্র, সুভ্যেনিয়র, লিফলেটে ছিল মুখ্যমন্ত্রীর আঁকা মা দুর্গার ছবি।
Comments are closed.