দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভাণ্ডার কাউন্টারে মহিলাদের সাহায্য করছে ‘রেড ভলান্টিয়ার্স’। নদিয়া জেলার একাধিক জায়গায় দেখা গেল সেই ছবি।
রানাঘাটের আঁইসমালি গ্রাম পঞ্চায়েতের সরিষাডাঙা হাইস্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেই ক্যাম্পের সামনেই লাল পতাকা লাগিয়ে ছোট ছোট ক্যাম্প করেছেন রেড ভান্টিয়ার্সেরা। ৫০ জনের রেড ভলান্টিয়াররা লক্ষীর ভাণ্ডারের ফর্ম পূরণ করতে আসা মহিলাদের সাহায্য করছেন। বিনামূল্যে ফরম পূরণ করে দিচ্ছেন বহু মহিলাকে। যেসব মহিলারা ফর্ম পূরণ করতে পারছেন না, তাঁরাও স্বস্তি পেয়েছেন রেড ভলান্টিয়ার সদস্যদের পেয়ে।
যদিও এরমধ্যে রাজনীতি নেই বলেই জানিয়েছেন বামেদের স্বেচ্ছাসেবী দল রেড ভলেনটিয়ার্স। তাঁরা জানিয়েছেন,
আমরা সব রকমভাবে মানুষের সাহায্য করতে চাই। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ যেন পায়, তাই আমরা সাহায্য করতে এগিয়ে এসেছি।
এই নিয়ে বামেদের কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির মতে, সিপিএমের সব শেষ। তাই এখন নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এসব করছে।
অন্যদিকে লাল ঝান্ডা লাগিয়ে আলাদা ক্যাম্প করে মহিলাদের সাহায্য করার বিরোধিতা করেছে তৃণমূল। তাঁদের মতে, রাজ্য সরকারের প্রকল্প দলমত নির্বিশেষে। সবাই এই প্রকল্পের সাহায্য পেতে পারে। কিন্তু সরকারি ক্যাম্পে নিজেদের পতাকা লাগিয়ে প্রচার অর্থহীন।
ভোটের আগে বিভিন্ন জেলায় স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণ করতে দেখা গেছে বিজেপি কর্মীদের।
Comments are closed.