রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। সোমবার ১৬ অগাস্ট থেকে শুরু করে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এই ক্যাম্প চলবে৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। তবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কাউন্টারেই সবচেয়ে বেশি ভিড় হচ্ছে৷ সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাউন্টারের সংখ্যাও বাড়ানো হয়েছে৷
বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা শহরেও চালু হয়েছে এই ক্যাম্প। দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডে দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা করেন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে রাত থেকে মহিলাদের লাইন দেখা দিচ্ছে। তবে লাইনে দাঁড়ানো মহিলাদের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব শিকেয় উঠেছিল। অন্য জেলার তুলনায় সবথেকে বেশি ভিড় হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। গড়ে প্রত্যেকটি ক্যাম্পে হাজির ছিলেন ১,৩৯১ জন করে।
লক্ষ্মীর ভাণ্ডার লাইনে এতটাই ভিড় ছিল, বিশৃঙ্খলাও দেখা দেয়।
বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই অনুযায়ী রাজ্যের বহু মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল। তবে ভোটের আগে কিছু মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পাননি। তাঁদের ভোটের পর কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী স্বাস্থ্যসাথীর লাইনও ভিড় দেখা যায়।
এই ক্যাম্পে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জাত শংসাপত্র, জয় জোহার, তফশিলী বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, কৃষকবন্ধু, মানবিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
Comments are closed.