মঙ্গলবার থেকে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সাধারণ মানুষের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এ বারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ২৭ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন সহ বেশকিছু সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে।
পাশাপাশি ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্টও খোলার আবেদন করতে পারবেন। এছাড়াই একাধিক সমস্যার সমাধান করা হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। রাজ্য সরকার দুয়ারে সরকার নিয়ে একটি ওয়েবসাইট খুলেছে। নিজের জেলায় কোথায় ক্যাম্প হবে তা জানতে https://ds.wb.gov.in- লিঙ্কে ক্লিক করতে হবে। একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১০৭০/২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যে কোনও তথ্য পাবেন আবেদনকারীরা। দুয়ারে সরকার ছাড়াও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই চার দফায় দুয়ারে সরকার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে। এ বারে পঞ্চম দফায় দুয়ারে সরকার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে। প্রথম দিকে মোট ১২ প্রকল্পের সুবিধা দেওয়া হত দুয়ারে সরকারের ক্যাম্পে। এইবার তা বেড়ে ২৫ টি হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের আগে এই দুয়ারে সরকার ঘিরে বিশেষভাবে তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Comments are closed.