বায়ু দূষণ রুখতে নিউ টাউনে সবকটি রুটে চলবে ই অটো

বায়ু দূষণ রুখতে কলকাতায় চলছে ই বাস। এবার নিউ টাউনে চালানো হবে ই অটো। নিউ টাউনে ই অটো চালানোর উদ্যোগ নিয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ।

নিউ টাউনে এখন ১২ টি রুটে অটো চলে। সাপুরজি থেকে নারকেল বাগান, সাপুরজি থেকে ডিএলএফ ২, নজরুল তীর্থ থেকে সল্টলেক করুণাময়ী সহ ১২ টি রুটে অটো চালানো হয়। প্রায় ৩৫০ টির মতন অটো চালানো হয়। এরমধ্যে বেশিরভাগ অটো চলে পেট্রোল ও ডিজেলে। নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের এক কর্তার কথায়, সারাদিন এইসব অটো থেকে বিপুল পরিমাণ দূষিত গ্যাস বাতাসে মেশে। তাই ই অটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যাটারি চালিত অটো থেকে বাতাসে দূষণের মেট্রো কম হবে বলেই জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি, অটো চালকদের সঙ্গে বৈঠক করেছেন নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। সেই বৈঠকে ঠিক হয় অটো চালকদের ই অটো দেওয়া হবে। কিন্তু বিনিময়ে চালকদের কিছু টাকা দিতে হবে। সেইক্ষেত্রে ব্যাংক থেকে লোনের ব্যবস্থাও করে দেওয়া হবে। এই অটোতে খরচও অনেক কম। এই বিষয়ে সহমত দিয়েছেন অটো চালকরাও। তাঁরা জানিয়েছেন ই অটো চালানোর বিষয়ে সিদ্ধান্ত ভালোই।

 

উল্লেখ্য, রাজ্যের মধ্যে প্রথমে ই বাস চালু হয় নিউ টাউনে। কলকাতার ৪০ টি জায়গায় ই বাস চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরফলে ই অটো চালু হলে চার্জিং এর কোনও সমস্যা হবে না।

Comments are closed.