ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.৮। কম্পনের এপিসেন্টার নেপাল। ভূমিকম্পের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড।
তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। আতঙ্কে অধিকাংশ মানুষ বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন। দিল্লির পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের নয়ডা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। ৫ জানুয়ারি ভূমিকম্প অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরে। ২৩ জানুয়ারি মণিপুরে ভূকম্পন হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। এরপর ফের মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে।
যোশীমঠ বিপর্যের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং হিমাচলপ্রদেশের ধর্মশালা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। তবে কম্পনের মাত্রা কম থাকায় এই ভূমিকম্পের যোশীমঠের ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা বাড়লে দেবভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটবে বিপর্যয়। সে ক্ষেত্রে যোশীমঠ ছাড়াও ভূগর্ভে চলে যেতে পারে আশপাশের আরও একাধিক এলাকা।
Comments are closed.