কলকাতা লিগে প্রায় একার কাঁধেই চ্যাম্পিয়ন করেছিলেন পিয়ারলেসকে। দুই বড় দলের বিরুদ্ধে গোল করেছিলেন। গোটা প্রতিযোগিতায় স্বপ্নের ফর্মে ছিলেন। কিন্তু তাঁর গায়ে বরাবরই ছাপ ছিল খেপুড়ে ফুটবলারের। আর সেই সঙ্গে তিনি ছিলেন কলকাতার দুই বড় দলের বাতিল। কিন্তু বিপদে পড়ে সেই বাতিল খেপুড়ে ফুটবলারের উপরেই ভরসা করতে হলে ইস্টবেঙ্গলকে। আই লিগে স্ট্রাইকার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে লাল হলুদে। স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, বোরহা গোমেজ পারিবারিক সমস্যায় রিলিজ নিয়ে নিয়েছেন। এক বিদেশির জায়গা ফাঁকা ছিল ইস্টবেঙ্গলে। তাই তড়িঘড়ি ক্রোমাকে সই করাল তারা।
তবে এই সিদ্ধান্তে মোটেই খুশি নন ইস্টবেঙ্গল সর্মথকরা। তাঁরা প্রশ্ন তুলছেন, মরসুমের শুরু থেকে লা লিগা খেলা ফুটবলারের স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত কলকাতা ময়দানের খেপুড়ে ফুটবলারকেই সই করাতে হচ্ছে? সব মিলিয়ে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর পদত্যাগের পর সব দিক দিয়ে ঘেঁটে গেছে ইস্টবেঙ্গল। আলেজান্দ্রোর পরিবর্ত হিসেবে যে ক’টি নাম উঠছে, তাতে সব থেকে এগিয়ে আছেন তাঁর এক সময়ের সহযোগী মারিও রিভেরা।
Comments are closed.