২৭ মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের ৭ আসনে ভোট, ২০১৬, ২০১৯ সালে কী ফল ছিল?

কোন আসনে কী অবস্থা?

২৭ মার্চ বাংলায় শুরু বিধানসভা ভোট। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মোট ৩০ আসনে ভোট। নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে ৭ আসনে ভোট। 

পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা আসনে ভোট। 

এক নজরে দেখে নেওয়া যাক, কোন আসনে কী অবস্থা?

পটাশপুর বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের জ্যোতির্ময় কর। ২০১৯ সালে এই কেন্দ্রে ১৫ হাজারের বেশি লিড আছে তৃণমূলের। 

এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মোহান্তি। এই আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী সৈকত গিরি। এই তরুণ সিপিআই প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন কানহাইয়া কুমার। 

কাঁথি উত্তর আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের বনশ্রী মাইতি। বর্তমানে তিনি বিজেপিতে। ২০১৯ সালে এই আসনে ৯ হাজারের লিড আছে তৃণমূলের। 

কাঁথি উত্তর আসনে এবার তৃণমূলের তরুণ জানার মুখোমুখি বিজেপির সুনীতা সিংহ। এখানে সিপিএম প্রার্থী সুতনু মাইতি। 

২০১৬ সালে ভগবানপুরে জেতেন তৃণমূলের অর্ধেন্দু মাইতি। ২০১৯ এর লোকসভায় ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।

২০২১ সালে এই আসনে তৃণমূল প্রার্থী অর্ধেন্দু মাইতি। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রবীন্দ্রনাথ মাইতি এবং কংগ্রেসের শিউ মাইতি। 

খেজুরি আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের রঞ্জিত মণ্ডল। ২০১৯ সালে এই কেন্দ্রে ৬ হাজার ভোটের লিড রয়েছে তৃণমূলের। 

২০২১ সালে এই আসনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন পার্থপ্রতিম দাস। তাঁর বিরুদ্ধে লড়ছেন এক সময়ের দাপুটে সিপিএম নেতা হিমাংশু দাস এবং বিজেপির প্রার্থী শান্তনু প্রামাণিক। 

কাঁথি দক্ষিণ আসনে ১৬ সালে জয় পেয়েছিলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। ১৯ লোকসভায় এই আসনে ১৯ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।

এই আসনে এবার তৃণমূল প্রার্থী জ্যোতির্ময় কর। বিজেপি দিয়েছে অরূপ দাসকে। কাঁথি দক্ষিণ আসনে সিপিএম প্রার্থী অনুরূপ পাণ্ডা। 

রামনগর বিধানসভা আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের অখিল গিরি। ২০১৯ সালে এই কেন্দ্রে ৮ হাজারের লিড আছে তৃণমূলের। 

এবার এই আসনে তৃণমূলের হয়ে লড়ছেন অখিল গিরি। তাঁর বিরুদ্ধে আছেন বিজেপির স্বদেশরঞ্জন নায়েক। সিপিএম প্রার্থীর নাম সব্যসাচী জানা। 

এগরা বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের সমরেশ দাস। ২০১৯ এর লোকসভায় ৮,৬৯৪ ভোটে লিড করছে বিজেপি। 

২০২১ বিধানসভায় এই আসনে বিজেপির প্রার্থী অরূপ দাস। তাঁর লড়াই তৃণমূলের তরুণ মাইতি এবং জোটের তরফে কংগ্রেস প্রার্থী মানসকুমার কর মহাপাত্রের সঙ্গে।

Comments are closed.