ইন্টিগ্রেডেট সেফটি সিস্টেমের কাজ হবে, আর যে কারণে পর পর দুই শনিবার ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ১৯ এবং ২৬ আগস্ট এই দুই শনিবার পরিষেবা সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকবে। মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
মেট্রো রেলের তরফে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে। আর যে কারণেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। শুধু যে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তই কাজ হবে তা নয়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশ নির্মীয়মাণ, সেখানেও ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে।
ইস্ট ওয়েস্ট রুটে অসংখ্য আইটি কর্মী যাতায়াত করেন। মেট্রো পরিষেবা বন্ধ থাকলে তাঁরা ভোগান্তির মুখে পড়বেন। যদিও শনিবার অনেক জায়গায় ছুটি থাকে। সে কারণেই শনিবার দিনটিকে নির্বাচিত করা হয়েছে।
Comments are closed.