কলকাতা বইমেলা উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক ভিড় হল ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এই প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা একদিনে ৫০ হাজার পেরিয়ে গেল। শনিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইন দিয়ে ৫১ হাজার ২৬৩ জন যাত্রী যাতায়াত করেছেন। একথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
এইবার বইমেলায় শনিবার ও রবিবার ভিড় বেশি হয়েছে। শুক্রবার সন্ধ্যে থেকে ভিড় বাড়তে থাকে। এরপর শনিবার দুপুর থেকে ভিড় আরও বাড়তে থাকে। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়াতে এইবার মেট্রোতে চেপে বইমেলায় যাচ্ছেন বেশিরভাগ মানুষ। মেট্রো সূত্রে জানা গিয়েছে, বইমেলার ভিড় এই শনিবার ও রবিবার সবথেকে বেশি হয়েছে।
কলকাতা মেট্রো সূত্রে খবর, বইপ্রেমীদের কথা মাথায় রেখে এইবছর বইমেলায় ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইনে অতিরিক্ত রেকের ব্যবস্থা করা হয়েছে। সাধারণত রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রবিবারও ইস্ট-ওয়েস্ট মেট্রো চলছে।
৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলা চলাকালীন গত রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো চলেছে সেইসঙ্গে আগামী রবিবারও ট্রেন চলবে বলে জানিয়েছুল মেট্রো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বদলেছে মেট্রোর সূচিও। কমছে দুটি মেট্রোর মাঝের ব্যবধানও কমেছে।
Comments are closed.