আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। শনিবার মেট্রোলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে। যার ফলে সল্টলেক-ফুলবাগান রুটের নিত্য যাত্রীরা ভোগান্তিতে পড়তে চলেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ মঙ্গলবার থেকে ১৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত ওই রুটের পরিষেবা বন্ধ থাকবে। জানা গিয়েছে, ১৬ এবং ১৭ মার্চ শিয়ালদাহ স্টেশন পরিদর্শনে আসবেন কমিশনার অব রেলওয়ে সেফটি। যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখবেন তিনি। যার ফলে তিন দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকছে।
ফুলবাগান থেকে সল্টলেক মেট্রো চলে কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেমের মাধ্যমে। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, ওই তিন দিন শিয়ালদহ পর্যন্ত এই বিশেষ সফ্টওয়্যারটি আপডেট করা হবে।
উল্লেখ মনে করা হচ্ছিল মার্চেই মাসেই সাধারণ যাত্রীদের জন্য এই পরিষেবা চালু করা হবে। কিন্তু, বউবাজার সংলগ্ন এলাকায় এখনও কিছু জটিলতা থাকায় মার্চেই হয়তো নতুন রুটে মেট্রো চালু হবে না। এদিকে প্রতিদিন শিয়ালদাহ থেকে প্রায় কয়েকলক্ষ নিত্যযাত্রী শিয়ালদহ যান। এই নতুন রুটে মেট্রো শুরু হলে অফিসযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।
Comments are closed.