লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়ে নবান্নে চিঠি পূর্ব রেলের। খবর, জুন মাসের মাঝামাঝি থেকে রাজ্যে লোকাল ট্রেন চালাতে চায় রেল।
রেলের এক শীর্ষ কর্তা জানাচ্ছেন, স্টাফ স্পেশাল ট্রেনগুলিতে দিন দিন ভিড় বাড়ছে। যার জেরে লঙ্ঘিত হচ্ছে দুরুত্ব বিধি। স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে প্রায়ই RPF-এর সঙ্গে সাধারণ যাত্রীরা বচসায় জড়িয়ে পড়ছেন। যা নিয়েও উদ্বিগ্ন রেলের কর্তারা। রেলের ওই আধিকারিক বলেন, যে কোনও দিন বড় রকমের গন্ডগোল বাঁধতে পারে। আর তা হলে দায় চাপবে রেলের উপর।
এছাড়াও দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে রেল। হাওড়ার সিনিয়র ডিসিএম রাজীব রঞ্জন জানালেন, আনলক পর্বে গত এপ্রিল মাসে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালিয়ে রেলের দৈনিক আয় হয়েছে ৫৬ লক্ষ টাকা। রাজ্যের কার্যত লোকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে রেলকে। সমস্ত বিষয় উল্লেখ করেই লোকাল ট্রেন চালানোর আবেদন করে রাজ্য সরকারকে চিঠি দিল রেল।
সোমবার রাজ্যের যানবাহন চলাচল নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করার কথা রাজ্য সরকারের। লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে খবর।
এদিকে সূত্রের খবর, রাজ্যের সরকারি বাসগুলিকে চালানোর জন্য প্রস্তুত করে রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দফতরের তরফে। সেই মতো বাস ডিপো গুলিতে বাস গুলিকে প্রস্তুত করা হচ্ছে।
Comments are closed.