‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভের জের, সোমবারও বাতিল একাধিক ট্রেন, জানাল পূর্ব রেল

কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ চালু রয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে সোমবার সারা ভারতে ধর্মঘট ডাকা হয়েছে। এই আবহে সোমবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করল পূর্ব রেল। সেই সঙ্গে একাধিক ট্রেনের সূচিতেও বদল আনা হয়েছে। সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস, হাওড়া-যোগনগরী হৃষিকেশ দুন এক্সপ্রেস, শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সূচিতেও বদল আনা হয়েছে। ২১.০৬.২২ অর্থাৎ মঙ্গলবার, ৭ টা ১০ মিনিটে মালদা থেকে মালদা টাউন – দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। সময় পরিবর্তন করে ট্রেনটি ১২ টা ১৫ নাগাদ মালদা টাউন থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে।

প্রসঙ্গত ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় সোমবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। এদিকে সোমবারও বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে থমথমে পরস্থিতি ছিল। অশান্তি আটকাতে বিহারের ২০ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা রয়েছে। সেই সঙ্গে আজও বিহারে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনের মতো এদিনও ট্রেন বাতিলের কারণে অজস্র যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।

Comments are closed.