পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে শো-কজ করল নির্বাচন কমিশন। ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। জবাবে সন্তুষ্ট না হলে নেওয়া হবে ব্যবস্থা।
কয়েকদিন আগে নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, ফিরহাদ হাকিম তাঁর অনুগামীদের বলছেন, বিজেপিকে দেখলেই মারো। কেন্দ্রীয় বাহিনীকেও আপত্তিকর কথা বলেন। সেই সঙ্গে ভিডিও টিতে গালাগালি দিতে দেখা যায় ববি হাকিমকে। TheBengalStory এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ভাইরাল ভিডিওর জেরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিরোধীরা ববির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, পুরমন্ত্রীর ওই মন্তব্য নিবার্চনী আচরণবিধির পরিপন্থী। যার জেরে শো-কজ। ফিরহাদ হাকিমের পক্ষ থেকে কমিশনের এই নির্দেশের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একুশের হাইভোল্টেজ নির্বাচনে তাঁদের মন্তব্যের জেরে বহু রাজনীতিকেই কমিশনের কোপে পড়তে হয়েছে। জনসভায় মমতা ব্যানার্জির ভাষণের জেরে তাঁকে শো-কজ করে কমিশন। তৃণমূল নেত্রীর জবাবে সন্তুষ্ট না হয়ে ২৪ ঘন্টার জন্য তাঁর প্রচারে নিষেজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহাদের প্রচারে নিষেজ্ঞা জারি করেছিল কমিশন। এবার কমিশনের রোষের মুখে কলকাতার প্রাক্তন মেয়র।
Comments are closed.