বিধানসভা অধ্যক্ষকে ফের হাজিরা এড়ালেন ইডি আধিকারিকরা। নারদকাণ্ডে তদন্তকারী ইডির আধিকারিকদের সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু হাজিরা দিচ্ছেন না। সূত্রের মারফত জানা গিয়েছে, আদালতের দ্বারস্থ হচ্ছেন আধিকারিকরা। অধ্যক্ষের এক্তিয়ার নেই তলবের, জানিয়ে দেওয়া হবে চিঠিতে বলে সূত্রের খবর।
নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র সহ ৫ জনের নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। নিয়ম অনুযায়ী বিধানসভার কোনও সদস্যের নামে চার্জশিট জমা করতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়। এই ক্ষেত্রে স্পিকার বিমান ব্যানার্জির অনুমতি নেওয়া হয়নি। তাই নারদ কাণ্ডে ইডিকে তলব করেন বিমান ব্যানার্জি। এর আগেও হাজিরা এড়িয়েছে ইডি। ইডির তরফে স্পিকারকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাঁরা আইন মেনেই নারদ মামলায় পদক্ষেপ করেছে। স্পিকারের অনুমতি না নিলেও রাজ্যপালের অনুমতি নিয়ে ওই চার্জশিট পেশ করা হয়েছে।
Comments are closed.