গরু পাচার মামলায় এতদিন তদন্ত করছিল সিবিআই। এই মামলায় ইতি মধ্যেই কেষ্টকন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। এবার এই মামলায় তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, চলতি মাসেই তাঁকে দিল্লিতে তলব করেছে ইডি।
এর আগে অনুব্রতর দেহরক্ষী সায়গাল হোসেনকেও দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেলে সেখানেও ধাক্কা খায় ইডি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে ইডির তলবকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন সুকন্যা মণ্ডলও। সেক্ষেত্রে আদালত কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার।
এদিকে অনুব্রত কন্যার নামে প্রচুর সম্পত্তি পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। সূত্রের খবর, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তদন্ত করতেই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। উল্লেখ্য, গোরু পাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। একাধিকবার জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেনি। বর্তমানে আসানসোল জেল রয়েছেন অনুব্রত মণ্ডল।
Comments are closed.