সারদা-কাণ্ডে নয়া মোড়। ইডির তলব তৃণমূলের কুণাল ঘোষকে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই কুণাল ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকাল ১১ টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও সারদাকাণ্ডে সহযোগিতা করেছি এখনও করব বলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়েছেন, তিনি মঙ্গলবার ইডি অফিসে যাবেন।
সাংবাদিক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা কুণাল ঘোষ একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। দীর্ঘদিন জেলে থাকার পর জামিন পান কুণাল।
[আরও পড়ুন- ১ সিলিন্ডারে গোটা জীবন… রক্কে কর রগুবীর! হাসির মোড়কে গ্যাস-খোঁচা সায়নীর]
সম্প্রতি জেলে বসে চিটফান্ড কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। কুণাল ঘোষ দাবি করেন, সেই চিঠিতে সুদীপ্ত সেন মুকুল রায় সহ একাধিক বিজেপি নেতা সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছেন। সেই চিঠির সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। এর মধ্যেই এবার ইডির তলব তৃণমূলের মুখপাত্রকে।
Comments are closed.